Hatyar Char Adhyay
₹249.00
না পড়লেই মিস বিভাগে আমরা রাখছি কাজল ভট্টাচার্য-র হত্যার চার অধ্যায়। বিশ্বব্যাপী চার হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের অকস্মাৎ মৃত্যুর সঙ্গে জড়িয়ে ছিল যেসব রহস্য, তা মাইক্রোস্কোপের তলায় এনে বিশ্লেষণ করেছেন লেখক। শুরুতেই তিনি বলেছেন, কন্সপিরেসি থিয়োরি প্রচার করা এই বইয়ের উদ্দেশ্য নয়, কিন্তু যেসব প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি, সেই অসংগতিগুলিকে নতুন করে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়েছে এতে, যা পাঠককে ভাবায়।
————————————————————————–
আমেরিকার ডালাসে ১৯৬৩ সালে সবার চোখের সামনে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন প্রেসিডেন্ট জন ফিটজেরাল্ড কেনেডি। খুনি হিসেবে গ্রেফতার করা হয়েছিল লি হার্ভে অসওয়াল্ড নামে এক প্রাক্তন মেরিনকে। কিন্তু আটচল্লিশ ঘণ্টার মধ্যে অসওয়াল্ডকে পুলিশি হেফাজতে হত্যা করে ষড়যন্ত্রকারীরা তাদের নাম প্রকাশ্যে আসার সম্ভাবনা চিরতরে বন্ধ করে দিয়েছিল। লি হার্ভে অসওয়াল্ড কি এত চালাক যে মার্কিন প্রেসিডেন্টের কঠোর নিরাপত্তা বলয় অতিক্রম করে নির্বিঘ্নে বন্দুকের পাল্লায় পেয়ে গেল কেনেডিকে ? নাকি তাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে আড়ালে থেকে গেছিলেন রাঘব বোয়ালরা? প্রশ্নের মীমাংসা হয়নি আজও।
————————————————————————–
আমরা ভারতের মানুষ মহাত্মা গান্ধি, ইন্দিরা গান্ধি এবং রাজীব গান্ধির হত্যাকাণ্ড দেখেছি। এর কার্যকারণ ঘটনা আমাদের জানা। কিন্তু কী হয়েছিল প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর সঙ্গে? উজবেকিস্তানের তাসখন্দ শহরে ভারত-পাক শান্তিচুক্তি স্বাক্ষর করার কয়েক ঘণ্টার মধ্যে অস্বাভাবিক মৃত্যু হল তাঁর। শাস্ত্রীর মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে স্বীকার করা হয়নি কখনও। বলা হয়, শাস্ত্রীজি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি। এই প্রশ্নের উত্তর ঠিকঠাক মেনে নিতে আমাদের অসুবিধে ছিল না যদি সব প্রশ্নের ঠিকঠাক উত্তর পাওয়া যেত। সেদিন ভারতীয় প্রতিনিধিদের থেকে আলাদাভাবে লালবাহাদুর শাস্ত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছিল কেন? তাঁর পাচক হিসেবে মহম্মদ জান-কে নিয়োগ করেছিলেন কে এবং কেন ? দেশের প্রধানমন্ত্রীর ডেথ সার্টিফিকেটে এত অসংগতি কেন? এসব প্রশ্নের উত্তর সরকারিভাবে আজও অজানা।
————————————————————————–
পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়া উল হক-কে নিয়ে তাঁর বিশেষ ফ্লাইট পাক-ওয়ান ভেঙে পড়ল। কিন্তু টেক অফ করার পরে কেন পাইলট বা কো-পাইলট একবারের জন্যেও বিপদসংকেত পাঠাতে পারলেন না এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে ? বিমানে ছিলেন পাক সেনার সব বাঘা বাঘা অফিসার। একসঙ্গে সবার কী হয়েছিল সেদিন? জিয়ার সেদিন বাহওয়ালপুরে যাওয়ার কথাই ছিল না। তাঁকে পাঠিয়েছিল কে? কেন শরিয়তি আইনের দোহাই দিয়ে মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হল না? বিমানের ধ্বংসাবশেষে রহস্যময় রাসায়নিক এল কোন পথে?
Additional information
Weight | 300 g |
---|---|
Dimensions | 25 × 18 × 3 cm |
Pages | 128 |