Birbol
₹450.00 ₹370.00
গল্প কুটির না পড়লেই মিস ক্যাটাগোরিতে আমরা রেখেছি তপন বন্দ্যোপাধ্যায়ের ‘বীরবল’। এই জনপ্রিয় বইটি প্রকাশিত হয়েছে দে’জ পাবলিশিং থেকে।
‘ বীরবল ’ একটি সর্বভারতীয় চরিত্র। জনমানসে যার পরিচয় একজন বিদূষক হিসেবে , কিন্তু ইতিহাসের পাতায় তাকে খুঁজে পাওয়া যায়। অথচ ঘটনা এই যে , বীরবল ছিলেন সম্রাট আকবরের চোখের মণি , কোনও সমস্যা হলেই আকবর শরণাপন্ন হতেন বীরবলের। এই উপন্যাস যেমন বীরবলের , তেমনই আকবরেরও , কেনো আকবর ছাড়া বীরবলের কোনো অস্তিত্ব নেই? আকবরের নবরত্নসভার অন্য রত্ন — তানসেন , ফৈজি , আবুল ফজল , মানসিংহ , টোডরমল — তারাও এই উপন্যাসের এক – একটি চরিত্র। আছেন তৎকালীন আরও সংগীতজ্ঞ , চিত্রশিল্পী , কাসিদা ও বয়েৎ – লেখক। আছেন মাণ্ডুর রাজবাহাদুর ও রূপমতীও। আছেন যােবাই। যত পৃষ্ঠা ওলটাবেন , পাঠক আবিষ্কার করবেন এক অন্য বীরবলকে ।
সম্রাট আকবরের সভাসদ বীরবলকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য চুটকি গল্প , কিন্তু প্রকৃত বীরবলকে নিয়ে কোনও প্রামাণ্য ইতিহাস লেখা হয়নি আজও। কিংবদন্তিপ্রতিম এই চরিত্রটি পাঠকের খুব পরিচিত , অথচ তাঁর আসল পরিচয় লিখতে আগ্রহী হননি, না – কোনও ইতিহাসবিদ , না – কোনও ঔপন্যাসিক। সাড়ে চারশাে বছর আগের ইতিহাস ছুঁয়ে এই প্রথম বীরবলকে নিয়ে লেখা হল কোনো আখ্যান । একই সঙ্গে লেখক আমূল বদলে দিলেন মুঘলযুগের এতদিনের চেনা কোনো কোনো অধ্যায় ।