Sale!

Boringpur Bifocals

213.00

বোরিংপুর – সীমান্ত ঘেঁষা, শূন্য ডাঙার চরে জেগে থাকা এক বিচ্ছিন্নপুর। কর্পোরেট কংক্রীট ছেড়ে, গগনচুম্বী বারান্দার অভিজাত কফির স্বাদ ভুলে, লাল চা আর সবুজ ক্ষেতের মাঝে আটকে থাকা সদ্য প্রস্ফুটিত ভুঁড়ির অভিযোজনে দিশাহারা এক যুবকের, সদ্য চাকুরী জয়েন করা উদ্ভ্রান্ত ব্যাংকারের প্রথম অস্থায়ী ঠিকানা। বিএসএফের টহলদারি আর অভিভাবকের নজরদারি এড়িয়ে বাঁধাগরু আর মায়াসাইকেল ছুটে চলে। কতো বিচিত্র সব চরিত্র, কতো বিচিত্র সব নাম, কতো বিচিত্র তাদের দিনলিপি। গল্পগুলোর সাথে বোরিংপুরের চেহারাটাও কেমন পাল্টে পাল্টে যায়। গল্পগুলো কখনও রক্ত-মাংসের, কখনও ঘাস-পাথরের, কখনও আবার দৈর্ঘ, প্রস্থ আর উচ্চতার ত্রিমাত্রিক বাধা পেরিয়ে অনন্তে টহলদারি করে। গল্পগুলো ১০০ শতাংশ সত্যি এ দাবী লেখক করেন না। তবে কল্পনা আর বাস্তবের মাঝে যে সূক্ষ্ম ব্যবধানটুকু রয়েছে, ৯৯ থেকে ১০০’র পথে, ঠিক সেই জায়গাটায় লেখক আপনাদের হাতে ছেড়ে দেবেন, এ’কথা আগেভাগে বলে দিলুম।