Sale!

Namah Shivay

489.00

শিব śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। ☐ বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]
সংসদ অভিধান ঘেঁটে ‘শিব’ শব্দের এই অর্থ পাওয়া গেল। কিন্তু এতেই কি তাঁকে বোঝা যায়?
হাজার-হাজার বছর ধরে ভারতভূমির কোটি-কোটি মানুষ কেন এই নামে উদ্বেলিত হয়েছেন? ক্ষমতা ও শক্তির উত্তুঙ্গ শিখর বা সমাজের দুর্বলতম বিন্দু, পুরুষ বা নারী, বৈদিক বা লৌকিক— সব শ্রেণি ও বিশ্বাস কেন স্পন্দিত হয় এই নামকে ঘিরে?

কোন রহস্য জড়িয়ে আছে তাঁর উৎসে ও দেশজুড়ে ছড়ানো জ্যোতির্লিঙ্গে? তিনি কি আদিম এক ফার্টিলিটি কাল্টের রূপান্তর, নাকি গূঢ় দর্শন ও বিজ্ঞানের মেলবন্ধন?
সবচেয়ে বড়ো কথা, তিনি কি শুধুই এক ধার্মিক অস্তিত্ব, নাকি এই দেশ ও সমাজের সহস্রাব্দী-ব্যাপী ইতিহাসের সারাৎসার?
এইসব প্রশ্নের উত্তর নিয়ে সুচেতনা সেন কুমারের লেখা “নমঃ শিবায়।”