Desh Bidesher Guptochor
₹255.00
মহাভারতের অধ্যায় থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত বিশ্ব ইতিহাসে তারা না থেকেও রয়ে গেছে। তাদের বিষয়ে কানাঘুষো শোনা যায়, বড় একটা জানা যায় না। অথচ পরাক্রমশালী হিটলার থেকে শুরু করে চুনোপুঁটি নেতা, সবার দরবারে তাদের অবাধ গতিবিধি। আদতে পর্দার আড়ালে কাজ করতে করতে পর্দার আড়ালেই থেকে গেছেন তারা। গুপ্তচরদের জন্য কোনও পাঠ্যবইই বিশেষ একটা লাইন খরচ করেনি। এই প্রথমবার দেশ বিদেশের ২০ জন দুর্ধর্ষ গুপ্তচরের কীর্তি দু’মলাটে পেশ করেছেন কৌশিক রায়। বইয়ের প্রকাশনা সংস্থা ‘শব্দ’। এই সপ্তাহের না পড়লেই মিস বিভাগে গল্প কুটির রাখছে ‘দেশ বিদেশের গুপ্তচর’-কে।
বইয়ের শুরুতেই লেখক জানাচ্ছেন এক ফেলে আসা দিনের কথা। তাঁর শব্দে, ”তখনও কলকাতার রাস্তাঘাট ততটা ব্যস্ত হয়ে ওঠেনি। তখনও বিকেলবেলাগুলো নাচের ক্লাস, গানের ক্লাস বা আঁকার ক্লাসেই ব্যস্ত থাকত কিংবা মাঠে নেমে পড়ত ফুটবল নিয়ে। তখনও মুঠোফোন মুষ্টিবদ্ধ হয়নি। তখনও মেট্রোরেল মাটির নীচের সুড়ঙ্গ ভেদ করে আকাশ ছুঁতে চায়নি। তখন ছেলেটি সপ্তম শ্রেণি আর মেয়েটিও। বয়ঃসন্ধির প্রাকৃতিক নিয়মেই ছেলেটির চোখ পড়ে যায় মেয়েটির দিকে। আর পাঁচটা বয়ঃসন্ধির আকর্ষণের মতোই ছেলেটি খুঁজতে থাকে মেয়েটির নাড়িনক্ষত্র। তার বাড়ির ঠিকানা, ল্যান্ড লাইন নম্বর, পছন্দ-অপছন্দ, কোন স্যারের কোচিং-এ কখন যায়, কোন রং প্রিয়, কোন খাবার প্রিয় সব খুঁজে বের করে ছেলেটি। তার পর কোনদিকে যায় ঘটনা?