গল্প কুটির ওয়েব ডেস্ক|
মুক্তি পেল পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন সিনেমা ‘জতুগৃহ’র প্রথম পোস্টার । পোস্টারটি দেখা মাত্র দর্শকদের ডানা বাঁধবে রোমহর্ষক সাসপেন্স। পোস্টারটিতে দেখা যাচ্ছে বনি সেনগুপ্তকে। সিনেমাটির প্রধান ভূমিকায় রয়েছেন তিনিই। তার সঙ্গে প্রধান অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার ‘হিয়া’ অর্থাৎ অনামিকা চক্রবর্তীকে। সপ্তাশ্ব বসুর জতুগৃহের হাত ধরেই অনামিকাকে প্রথম দেখা যাবে রুপোলী পর্দায়। রক্তিম চ্যাটার্জির প্রযোজিত এই সিনেমাটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে।
এবার সিনেমার প্লট সম্পর্কে একটু আলোচনা করা যাক। কলকাতার ছেলে রেহান পাহাড়ে যায় ম্যানেজারের পদে কাজ করতে নিজের এক বন্ধুর ‘ঠিকানা’ নামক একটি হোটেলে। সেখানে গিয়ে এমন এক স্থানীয় মেয়েকে তার পছন্দ হয় যে একলা থাকতে ভালোবাসে একটি ম্যানর এ। সেখানেই হয় বিপত্তি, ওই জায়গাটা ভূতুড়ে বলেই সবাই জানে! এর পরেই গল্প মোড় নেবে অন্যদিকে। বাকীটা সিনেমাটি মুক্তি পেলেই জানা যাবে।
সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। ছবিটির আবহসঙ্গীতের কাজ করেছেন ডাব্বু। তপসিয়ার গ্রিড (Grid) নামক রেস্টুরেন্টে প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রধান অভিনেতা-অভনেত্রী সবাই একজোট হয়েছিলেন পোস্টার রিলিজের দিন। সপ্তাশ্ব এর আগে নেটওয়ার্ক বা প্রতিদ্বন্দ্বীর মতো সিনেমায় বুঝিয়েছেন তিনি অন্যরকম গল্প বলতে আসেন। এই নতুন গল্পেও জুড়ে যাবে অনেক সাইকোলজিক্যাল ও ইমোশনাল এলিমেন্ট এবং তার সাথে থাকবে হরর।
ওই দিন পুরনো হলগুলি সব বন্ধ হয়ে যাওয়া নিয়ে দুঃখপ্রকাশ করলেন সপ্তাশ্ব। ছেলেবেলায় হলে সিনেমা দেখতে যাওয়া নিয়ে কাজ করত আবেগের জায়গা। তাই সবাইকে হলে গিয়ে সিনেমা দেখতে অনুরোধ করলেন। দর্শকরা এই সিনেমাটিতে নতুন কিছু খুঁজে পাবেন হরর ছাড়াও, জানালেন সপ্তাশ্ব।