পেটুকদের নিয়ে সমস্যা অনেক। শুধু পেট ভরলেই চলবে না, ভরতে হবে মনও। সম্ভবত সেই কথাই মাথায় রেখেছেন ৯৬-এ লেক ভিউ রোডে ‘ভুক্কারস’-এর কর্ণধাররা। ছিমছাম এই রেস্টুরেন্টটি আপনাকে ক্যাফেটেরিয়ার স্বাদ দেবে। সঙ্গে পকেট বাঁচিয়ে পেট ও মন দুইই ভরাবে।

দক্ষিণ কলকাতায় ‘ভুক্কারস’ এই প্রথম। বেশ কয়েকটি ভেজ, নন-ভেজ কম্বোর পাশাপাশি মেনুকার্ডে কিছু নতুনত্বও স্থান পেয়েছে। চিকেন সাগ, চিকেন বোটি মশালা, চিলি গারলিক পেপার বেবিকর্ন, সাগ তরকা ইত্যাদি।

অফিস ফেরত পথে কিংবা কলেজ ফেরত বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে পৌঁছে যাওয়াই যায় এগুলির স্বাদ নিতে।

‘ভুক্কারস’-এ ননভেজ কম্বো প্যাকে দু’জনের খেতে লাগবে কমবেশি ৪০০ থেকে ৪৫০ টাকা। আর ভেজ কম্বো প্যাকে দু’জনের লাগবে কমবেশি ৩৫০ থেকে ৪০০ টাকা।

এছাড়াও হালকা-ভারি সবধরনের খিদের জন্য রয়েছে বিভিন্ন চাইনিজ এবং ইন্ডিয়ান পদ। রয়েছে রকমারি স্টারটার এবং স্যুপস। ইচ্ছেমতো ট্রাই করতে পারেন সেগুলি।

‘‘ভুক্কারস’’ খোলা থাকছে রাত ১২টা পর্যন্ত। কাজেই রাত-বিরেতে খিদে পেলে অথবা বাড়িতে রান্না করা না থাকলে একবার ঢুঁ মারা যেতেই পারে।