গল্প কুটির ওয়েব ডেস্ক|

নিয়মিত জিভ ছুললেই বয়স থাকবে আপনার হাতের মুঠোয়। পড়ে অবাক হলেন তাই তো? ভাবছেন এটা নিশ্চয়ই ভুল কিছু বক্তব্য? একেবারেই তা নয়, গবেষণায় জানা গেছে নিয়মিতভাবে জিভ ছুলতে পারলেই আপনাকে বয়সের তুলনায় অনেকটাই তরুণ দেখাবে।

একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, টেক্সসের (texas) ব্যেলর কলেজ অফ মেডিসিনের তরফে বলা হয়েছে, কোনও ব্যক্তির মুখের ভিতর যদি নিয়মিত ভাল হারে উপকারি ব্যাকটেরিয়া (good bacteria) তৈরি হয়, তাহলে তা ওই ব্যক্তির বয়সের ওপর দারুন প্রভাব ফেলে ৷ অর্থাৎ, ওই ব্যক্তির বয়স যত বেশিই হোক না কেন, তার তুলনায় অনেক কমবয়সি দেখাবে তাকে৷। তারা আরও বলছেন, নিয়মিতভাবে যদি জিভছোলা ব্যবহার করা হয়, তাহলে এই ধরনের উপকারি ব্যাকটেরিয়া আমাদের মুখে ভালো ভাবে জন্মাতে সক্ষম হয়। এই উপকারি ব্যাকটেরিয়া বা অনুজীব আমাদের মুখের লালায় নাইট্রেট (nitrate) উৎপন্ন করে। এই নাইট্রেটই আসলে বয়স কম দেখাতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, আমাদের বয়স বৃদ্ধি পেলে শরীরে ক্রোমোজোমের কর্মক্ষমতা কিছুটা হ্রাস পায়। এর সঙ্গে কমতে থাকে স্টেম সেল এবং মাইট্রোকনড্রিয়ার ক্ষমতাও। মুখের লালায় তৈরি হওয়া নাইট্রেট এই সব কিছু হ্রাসের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। মুখে ওই উপকারি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হওয়া নাইট্রেট আমাদের পেটে যায় এবং তৈরি করে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অ্যাসিডই কোষকে বুড়িয়ে যাওয়া থেকে বাঁচায়।

তাই বয়স ধরে রাখার ইচ্ছে থাকলে প্রতিদিন ব্যবহার করুন জিভছোলা।

ছবিঃ ইন্টারডেন্ট