গল্প কুটির ওয়েব ডেস্ক|

গ্যালারি গোল্ড আয়োজিত ষষ্ঠ চিত্র প্রদর্শনী ‘নিচেস অফ লাইফ’ (Niches of life)। ২৫ মার্চ থেকে ২৭ মার্চ তিনদিন ব্যাপী চলে এই প্রদর্শনী। সম্প্রতি ২৫ মার্চ শ্রীমতী জয়িতা সেন, পণ্ডিত মল্লার ঘোষ এবং শ্রীমতী মল্লিকা ঘোষের হাত ধরে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন সম্পন্ন হয়। ২৫ মার্চ এই প্রদর্শনী উপলক্ষে গ্যালারি গোল্ডের কিউরেটর শ্রীমতী সঙ্গীতা রোজারিও গল্প কুটিরকে জানিয়েছে, “এই ধারণাটি বহু আগে থেকেই, এই ষষ্ঠ চিত্র প্রদর্শনী গ্যালারির। এখানে আমন্ত্রিত এবং অংশগ্রহনকারী ফটোগ্রাফাররা তাদের ছবির মধ্যে দিয়ে কলাপ্রেমী মানুষদের নান্দনিক বোধের ক্ষেত্রে এক বিরামহীন বৈচিত্র্য সৃষ্টি করেছেন।”

এবার একটু গ্যালারির সম্বন্ধে কিছু বলা যাক। কলকাতার বুকে এই গ্যালারি সম্পর্কে জানে না এমন কেউ আছে বলে মনে হয় না। রবীন্দ্র সরোবর লেকের ঠিক বিপরীতে অবস্থিত ‘গ্যালারি গোল্ড’ এমনই একটি কলাকেন্দ্র যেখানে কলা বা শিল্পপ্রেমী মানুষরা বিভিন্নভাবে তাদের ধারণাগুলি মেলে ধরতে পারেন। এই সৃজনশীল প্ল্যাটফর্মটি শিল্প সংগ্রহকারী, কলাপ্রেমী, শিল্পী এবং কলাকুশলীদের দুর্দান্ত সৃষ্টিগুলি উপভোগ করার পাশাপাশি সর্বসমক্ষে তুলে ধরতে সাহায্য করে।

গ্যালারি গোল্ড আয়োজিত ওই চিত্র প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন মোট ৮০ জন ফটোগ্রাফার। গ্যালারি গোল্ডের তরফে শ্রীমতী সঙ্গীতা রোজারিও আরও জানিয়েছেন, “শিল্পীদের দুর্দান্ত শিল্পকর্মের মাধ্যমে এই আর্ট সেন্টারটিকে সকলের দৃষ্টিগোচর করার জন্য সমস্ত নবীন-প্রবীণ শিল্পী, ফটোগ্রাফার এবং মিডিয়া ব্যক্তিত্বদের কাছেও কৃতজ্ঞ। এত সুন্দরভাবে এই সাংস্কৃতিক শিল্পকেন্দ্রের পৃষ্ঠপোষকতা এবং প্রচার করার জন্য স্বর্গীয় শঙ্কর সেন, শ্রীমতী রঞ্জনা সেন, শ্রীযুক্ত শুভঙ্কর সেন এবং শ্রীমতী জয়িতা সেনকে আমার ধন্যবাদ ও গভীর প্রশংসা জানাই।”