বিশিষ্ট অভিনেতা যুধাজিৎ সরকার তার নিপুণ অভিনয় দক্ষতা ও একাধিক ভিন্ন চরিত্রের চিত্রায়নের মাধ্যমে দর্শক, সমালোচক এবং চলচ্চিত্র কর্ণধারদের মনে বরাবরই দাগ টেনেছেন। লাইমলাইট ব্যাকগ্রাউন্ড থেকে না এলেও খুব কম সময়ের মধ্যেই বিভিন্ন স্বতন্ত্র পরিচালকদের সঙ্গে কাজ করে সিনেমার জগতে নিজের জায়গা গড়ে তুলতে সক্ষম তিনি। কখনও ধোঁয়াশাময় রহস্যের বেড়াজালে তো কখনও রোমাঞ্চ, একাধিক চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছে অনুগামীদের। সব চরিত্র, ইন্দু, তাসের ঘর, ব্যাধ, দময়ন্তী এবং ড্রাকুলা স্যার-এর মতো জনপ্রিয় সব ওয়েব সিরিজে তার অভিনয় বহুল প্রশংসিত।


গত কয়েক বছরে যুবজিৎ অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর সঙ্গে চুটিয়ে কাজ করেছেন। তবে তার এই সাফল্যের পথ মোটেই সুবিধের ছিল না। ওই যে কথায় আছে না- ‘কিছু পেতে হলে কিছু হারাতে হয়’। ঠিক তেমনটা যুবজিৎ-এর জীবনেও ঘটেছে। সিনেমার জগতে আসার আগে চাকরি ছাড়েন তিনি। তখনও জানতেন না, আদৌ তিনি এই পেশায় নিজেকে টিকিয়ে রাখতে পারবেন কিনা। নিছক ইচ্ছেশক্তি এবং অদম্য চেষ্টায় যুধাজিৎ প্রমাণ করেছেন যে কোনও কিছুই অসম্ভব নয়। সেই কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার প্রমাণ সেলুলয়েড জগতে তার বিস্তৃত কাজের মধ্যে স্পষ্ট। চরিত্রহীন যথাযথভাবে তাকে প্রচুর প্রশংসা এবং সাফল্য এনে দিয়েছে। বউ কেন সাইকো, উড়ান, গোরা’য় তার অসাধারণ অভিনয়ের জন্য দর্শকদের থেকে অনেক ভালোবাসা পেয়েছেন। বর্তমানে একটি সিনেমায় কাজ করছেন তিনি। যা আগামীদিনে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।